জবান বন্দী....
হারিয়ে যাওয়া অনেক কিছুই
বারবার ফিরে আসে স্মৃতিতে....
যেমন...
দেয়ালের ঐ ছেড়া তোয়ালে,
আমার ক্লান্তি মাখা দিনের নিরব সাক্ষী।
কিংবা ছোট্ট হয়ে যাওয়া পুরোনো পেন্ট
যা আমার কৈশরকে মনে করিয়ে দেয়।
অনেক পুরোনো এক ম্যানিব্যাগ...
দিয়েছিলো হয়তো কেউ একজন উপহার,
তাইতো আজও আকড়ে ধরে আছি।
কিংবা ছেড়া খাতা নতুবা বইগুলো...
যার বদৌলতে আমি আজ গ্রাজ্যুয়েট।
সবই আমার ভাঙ্গা সেল্ফে শোভা পাচ্ছে।
আরও কত কি....?
যেমনটি বেলকনির গ্রীলে থাকা পুরোনো সেই লুঙ্গি,
যা আমার প্রায় রাতের অত্যাচারের সঙ্গী।
এমনকি আমার বালিশের কাবার.....
সেও নিস্তার পাইনি....
প্রায় রাতেই চোখের জলে ভিজে গেছে
অতীতের ভুল করা দিনগুলির স্মৃতি।
আর সেল ফোনের বাটন গুলোও অতিষ্ট
আমার অত্যাচারে,
SMS আর Dial call এর যন্ত্রনায়
তার চেহারায় বদলে গেছে।
তবুও আকড়ে ধরে আছি.....
ছুটছি আর অপেক্ষা করছি তার.....................
Friday, November 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment