Saturday, September 6, 2008
দ্বিমুখী
একটি গল্প, হতেও পারে সত্যি………
ক্লাশ ফোর কি ফাইভ। সব ছেলে-মেয়েরা ক্লাশে উপস্থিত। কারন আজ উপজেলা শিক্ষা কর্মকর্তা আসবে এই বিদ্যালয়ে।
হেড মাস্টার : আজ তোমরা কোনো প্রকার হট্টগোল করবে না। যে যার অবস্থানে দাড়িয়ে তাকে সম্মান জানাবে। আর যা যা জিগ্গেস করবে শুধু তাই উত্তর দিবে। কোনো প্রকার ঝামেলা করবে না।
ছাত্ররা : জী স্যার।
তো যথাসময়ে শিক্ষা কর্মকর্তা ঐ বিদ্যালয়ে হাজির। আর যথারীতি তিনি ঐ ক্লাশেই ঢুকলেন।
শিক্ষা অফিসার : কেমন আছো তোমরা ?
ছাত্ররা : জী স্যার ভালো আছি। স্যার আপনি ভালো আছেন তো ? হ্যাঁ বাচক ভাবে সাড়া দিলেন তিনি। তার পর তিনি ছাত্রদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি আমার সঙ্গে কিছু সময় কাটাতে তৈরী আছো ? এতে ছাত্ররাও সায় দিল। এবার
শিক্ষা কর্মকর্তা : Ok, fine. তো তোমরা কি কেউ আমার একটি প্রশ্নের উত্তর বলতে পারবে ?
সবাই তখন শিক্ষা কর্মকর্তার দিকে মনযোগ দিয়ে তাকিয়ে আছে।
শিক্ষা কর্মকর্তা : তো আমাকে বলো যে, বৃষ্টি কিভাবে হয় ?
সব ছাত্ররা হা করে বসে আছে। আর একজন আরেক জনের মুখের দিকে তাকিয়ে আছে। কারণ কেউই বুঝতে পারছে না যে, উত্তরটা কিভাবে দিবে ? তো ঐ ক্লাশের সব চাইতে ফাজিল একটা ছেলে ছিল যে একদম পিছনের সাড়িতে বসেছিল। সে হাত উঠালো।
ছাত্র : স্যার আমি বলতে পারবো।
শিক্ষা কর্মকর্তা : আচ্ছা ঠিক আছে বলো।
ছাত্র : স্যার তার আগে আমাকে জানতে হবে যে, আমি এক ঘন্টা আগেরটা বলবো নাকি এক ঘন্টা পরেরটা বলবো ?
এমন Question হয়তো শিক্ষা কর্মকর্তা আশা করেননি। তাই স্বভাবত: তার এই প্রশ্ন শুনে মাথা খারাপ হয়ে গেছে যেমন, ঠিক তেমনি আরেক দিকে কেৌতুহল লাগলো।
শিক্ষা কর্মকর্তা : আচ্ছা ঠিক আছে, তুমি দুটোই বলো।
ছাত্র : স্যার এক ঘন্টা আগে ধর্ম স্যার পড়ালেন যে, আল্লার আদেশে হযরত ইস্রাফিল (আ:) শিংগাই ফু দিলে তখন বৃষ্টি হয়।
শিক্ষা কর্মকর্তা : তো তোমার এক ঘন্টা পরেরটা কি ?
ছাত্র : স্যার এক ঘন্টা পরেরটা হলো, Sceince এর স্যার পড়ালেন যে- সমুদ্র, নদী-নালা,খাল-বিলের পানি সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে মেঘে হয়ে ভাসতে থাকে। যখন অন্য আরেকটা মেঘের সঙ্গে সংঘর্ষ লাগে তখন বৃষ্টি হয়।
এজন্যই স্যার জিগ্গাসা করেছিলাম কোনটা বলবো ?
তো Visitor ভাইয়েরা, এবার বুঝতে পারছেন ? আমরা কোন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করছি ? এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাই আমাদের একমুখো করে রাখছে। আমাদের কি একটা জায়গায় এসে দাড়ানো দরকার না ? আপনারা কি বলেন ?
Next time আরো মজার মজার তথ্য নিয়ে আসবো। তো এবার এখানেই………………
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment